ইসরোর আরও এক সাফল্য, অনায়াসে চাঁদের কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান ২, দেখুন ভিডিও

মঙ্গলবার চাঁদের কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান ২। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। প্রক্রিয়া সম্পূর্ণ করতে ময় লেগেছে ১৭৩৮ সেকেন্ড। চাঁদের বুকে চন্দ্রযানের ল্যান্ডার নামবে ৭ সেপ্টেম্বর। 

Share this Video

মঙ্গলবার চাঁদের কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান ২। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। প্রক্রিয়া সম্পূর্ণ করতে ময় লেগেছে ১৭৩৮ সেকেন্ড। এই প্রক্রিয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। অতিরিক্ত গতিবেগে চাঁদের দিকে এগোলে আচমকাই চন্দ্রযান হারিয়ে যেতে পারত মহাশূণ্যে। আবার প্রত্যাশিত গতিবেগের চেয়ে কম গতিতে যদি এগোলে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির টানে চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে ভেঙেচুড়ে যেতে পারত। ক্ষুদ্রাতিক্ষুদ্র সমস্যাও মারাত্মক বিপদ ডেকে আনতে পারত। শেষ পর্যন্ত কোনও বিপত্তি ছাড়াই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। সবকিছু ঠিক চললে, চাঁদের বুকে চন্দ্রযানের ল্যান্ডার নামবে ৭ সেপ্টেম্বর।

Related Video