জাপানকে মনে করিয়ে শিলং ঢেকেছে চেরি ফুলে, শুরু হয়েছে উৎসব
জাপানের চেরি ব্লসম ফেস্টিভ্যাল বিখ্যাত। গোলাপি চেরি ফুলের সৌন্দর্য্য দেখতে সেদেশে এই সময়ে পারি জমান বহু পর্যটক। কিন্তু সবার পক্ষে সেই সৌন্দর্য্য দেখতে জাপানে যাওয়া সম্ভব নয়। তবে চিন্তার কিছু নেই। আমাদের দেশেই উপভোগ করা যাবে চেরি ফুলের এই সৌন্দর্য্যকে। হেমন্ত জানান দিচ্ছে শীত আসছে। মেঘালয়ের রাজধানী শিলং-এর পথঘাট ছেয়ে গিয়েছে চেরি ফুলে। সেই চেরি ফুলকে দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক চেরি ব্লসম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে শিলং-এ। এবার চতুর্থ বর্ষে পা দিল এই উৎসব। হিমালয়ান চেরি ফুল দেখতে এই সময় দেশ-বিদেশের বহু পর্যটকরে আগমন হয় দেশের উত্তর-পূর্বের এই রাজ্যে।
জাপানের চেরি ব্লসম ফেস্টিভ্যাল বিখ্যাত। গোলাপি চেরি ফুলের সৌন্দর্য্য দেখতে সেদেশে এই সময়ে পারি জমান বহু পর্যটক। কিন্তু সবার পক্ষে সেই সৌন্দর্য্য দেখতে জাপানে যাওয়া সম্ভব নয়। তবে চিন্তার কিছু নেই। আমাদের দেশেই উপভোগ করা যাবে চেরি ফুলের এই সৌন্দর্য্যকে। হেমন্ত জানান দিচ্ছে শীত আসছে। মেঘালয়ের রাজধানী শিলং-এর পথঘাট ছেয়ে গিয়েছে চেরি ফুলে। সেই চেরি ফুলকে দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক চেরি ব্লসম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে শিলং-এ। এবার চতুর্থ বর্ষে পা দিল এই উৎসব। হিমালয়ান চেরি ফুল দেখতে এই সময় দেশ-বিদেশের বহু পর্যটকরে আগমন হয় দেশের উত্তর-পূর্বের এই রাজ্যে।