'মিথ্যে কথা বলছে চিন, আগে দিক স্যাটেলাইট ইমেজের প্রমাণ'
- লাদাখ ইস্যুতে মুখোমুখি অভিজিৎ আইয়ার মিত্র
- প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন অভিজিৎ
- তাঁর মতে লাদাখ নিয়ে কোনও পক্ষের দাবিতে কান দেবেন না
- নিজের চোখকে বিশ্বাস করতে বলেছেন অভিজিৎ
গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন নিয়ে মতামত ব্যক্ত করলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিৎ আইয়ার মিত্র। তিনি জানিয়েছেন, চিন যা বলছে তার উপরে অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই। এমনকী ভারতও যে দাবি করছে তাতে বিশ্বাস করার দরকার নেই। চিন-কে খালি বলুন যে উপগ্রহ চিত্রের নমুনাটা দিতে। কারণ, এই ধরনের ফেসঅফে যে কোনও দেশের মূল হাতিয়ার স্যাটেলাইট ইমেজ। এই স্যাটেলাইট ইমেজে যদি দেখা যায় যে চিনের ভূখণ্ডে মারমারি হয়েছে তাহলে বুঝতে হবে ভারতের দাবি সঠিক নয়। কিন্তু, এত কথা বলার পরও চিন কেন স্যাটেলাইট ইমেজের প্রমাণটা দিতে পারছে না? এই নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ আইয়ার মিত্র। তিনি সাফ জানিয়েছেন, বিশ্বের সব কমিউনিস্ট সরকারই মিথ্যে কথা বলে। চিনেক ক্ষেত্রেও তাদের সরকার অনেক বাড়াবাড়ি রকমের মিথ্যে কথা বলে। নিজেদের আগ্রাসনকে যথার্থ বলে দাবি করতে চিনের মিথ্যার শেষ নেই। তবে, এত তর্ক-বিতর্কেরও দরকার নেই, আগে ওরা দেখাক যে স্যাটেলাইট ইমেজ প্রমাণ করছে ওদের ভূখণ্ডে ভারতীয় সেনাদের প্রবেশ ঘটেছে। তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলেছেন অভিজিৎ, আর সেটা হল যে সময় মেনে আগে দেখতে হবে মারপিট আগে হয়েছে না অন্যের ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা হয়েছে, এটা যদি পরিস্কার হয়ে যায় তাহলে গোটা বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করছেন অভিজিৎ।