আইনজীবীদের হাতে মার খেয়ে পুলিশের বেনজির বিক্ষোভ রাজধানীতে, দেখুন ভিডিও


খোদ রাজধানী দিল্লিতে এবার বিক্ষোভে নামলেন পুলিশকর্মীরা। নিজেদের খাকি উর্দি পরেই দিল্লি পুলিশের সদর দফতরের সামনে দাবি করলেন বিচার। আইনজীবীদের হাতে মার খেয়েই এই বিক্ষোভ। বেনজির এই ঘটনার মোকাবিলা করতে বাইরে বেরিয়ে আসতে হয় স্বয়ং পুলিশ কমিশনারকে। আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেন তিনি। আশ্বাস দেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

গত ২ নভেম্বর দিল্লির তিসহাজারি আদালতের পার্কিং এরিয়ায় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হিংসা ছয়া আদালত চত্বরে। এই ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন পুলিশকর্মী। উত্তেজিত আইনজীবীরা ভাঙচুর চালায় একের পর এক পুলিশের গাড়িতে। আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। আইনজীবীদের পাল্টা অভিযোগ ছিল, পুলিশকর্মীরা নিরস্ত্র আইনজীবীদের লক্ষ্য করে গুলি চালান, ব্যাপক মারধরও করেন। 

/ Updated: Nov 05 2019, 07:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


খোদ রাজধানী দিল্লিতে এবার বিক্ষোভে নামলেন পুলিশকর্মীরা। নিজেদের খাকি উর্দি পরেই দিল্লি পুলিশের সদর দফতরের সামনে দাবি করলেন বিচার। আইনজীবীদের হাতে মার খেয়েই এই বিক্ষোভ। বেনজির এই ঘটনার মোকাবিলা করতে বাইরে বেরিয়ে আসতে হয় স্বয়ং পুলিশ কমিশনারকে। আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেন তিনি। আশ্বাস দেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

গত ২ নভেম্বর দিল্লির তিসহাজারি আদালতের পার্কিং এরিয়ায় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হিংসা ছয়া আদালত চত্বরে। এই ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন পুলিশকর্মী। উত্তেজিত আইনজীবীরা ভাঙচুর চালায় একের পর এক পুলিশের গাড়িতে। আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। আইনজীবীদের পাল্টা অভিযোগ ছিল, পুলিশকর্মীরা নিরস্ত্র আইনজীবীদের লক্ষ্য করে গুলি চালান, ব্যাপক মারধরও করেন।