অসমে গোষ্ঠী সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য়, শূন্য়ে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ

  • অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার হাইলাকান্দি  টাউনে  গোষ্ঠী সংঘর্ষেরর জেরে চাঞ্চল্য ছড়ায়
  • গোষ্ঠীসংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয় বেশকিছু  ব্যবসায়িক প্ৰতিষ্ঠান, গাড়ি, বাইক
  • দুই পক্ষের সংঘর্ষের জেরে  আহত হন তিন পুলিশ-সহ  মোট ১৫ জন। এরপরেই কারফিউ জারি হয় এলাকা জুড়ে

/ Updated: May 11 2019, 10:04 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার হাইলাকান্দি  টাউনে  গোষ্ঠী সংঘর্ষেরর জেরে চাঞ্চল্য ছড়ায়।  গোষ্ঠীসংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয় বেশকিছু  ব্যবসায়িক প্ৰতিষ্ঠান, গাড়ি, বাইক। দুই পক্ষের সংঘর্ষের জেরে  আহত হন তিন পুলিশ-সহ  মোট ১৫ জন। এরপরেই কার্ফু জারি করা হয়। 

এক জাতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে এক গোষ্ঠীর কিছু যুবক অন্য় গোষ্ঠীর লোকেদের লক্ষ্য় করে পাথর ছুঁড়তে থাকে। এর পরে তারা বেশ কিছু গাড়ি বাইক ভাঙচুর করে ও জ্বালিয়ে দেয়। 

সমস্য়ার সূত্রপাত হয় বুধবার। এদিন সন্ধে বেলা কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কিছু মোটরবাইক জ্বালিয়ে দেয়। সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরেই শুক্রবার আবার দুই গোষ্ঠীর মধ্য়ে তুমুল সংঘর্ষ হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্য়ে গুলি চালাতে হয়।  তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে, এখন ভয় পাওয়ার কোনও দরকার নেই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এই ধরনের সংঘর্ষ আবার শুরু হলে তা সামাল দেওয়ার জন্য় পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।।