আসছে পোঙ্গল, তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর আগে বসল ষাঁড়ের প্রদর্শনি


দক্ষিণভারতে তামিল জনগোষ্ঠীর অন্যতম উৎসব হল পোঙ্গল। আর এই উৎসবের প্রস্তুতি ঘিরেই এখন মেতেছে তামিলনাড়ুর মাদুরাই। পোঙ্গলের দিন রীতি মেনে এখানে খেলা হয় জাল্লিকাট্টু। এই খেলার রীতি হল একটি যাঁড়কে শিং ধরে কাবু করা। জাল্লিকাট্টু আগে কোয়েম্বাটোরে হয়ে গেল গরু ও ষাঁদেরে এক প্রদর্শনী। এখানে আগামী দিনে জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ২০০ বেশি ষাঁড়কে হাজির করানো হয়েছিল। গরুদের এই প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন অনেক দর্শক। 

/ Updated: Jan 07 2020, 04:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণভারতে তামিল জনগোষ্ঠীর অন্যতম উৎসব হল পোঙ্গল। আর এই উৎসবের প্রস্তুতি ঘিরেই এখন মেতেছে তামিলনাড়ুর মাদুরাই। পোঙ্গলের দিন রীতি মেনে এখানে খেলা হয় জাল্লিকাট্টু। এই খেলার রীতি হল একটি যাঁড়কে শিং ধরে কাবু করা। জাল্লিকাট্টু আগে কোয়েম্বাটোরে হয়ে গেল গরু ও ষাঁদেরে এক প্রদর্শনী। এখানে আগামী দিনে জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ২০০ বেশি ষাঁড়কে হাজির করানো হয়েছিল। গরুদের এই প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন অনেক দর্শক। 

এদিকে তামিলনাড়ুর মাদুরাই অঞ্চলে দেখা পাওয়া গেল এক কিশোরীর। অবাক করার মত ঘটনা হল  নবম শ্রেণির ওই ছাত্রী যোগা দর্শিনী একটি ষাঁড়কে নিজের প্রিয়বন্ধু বলে দাবি করলেন। গত তিন বছর ধরে ষাঁড়টিকে প্রশিক্ষণ দিয়ে চলেছে যোগা। তার এই বন্ধুকে জাল্লিকাট্টু  ময়দানে নামাতে চায় যোগা। দর্শিনীর মত মাদুরাইয়ের অনেক কিশোরীই জাল্লিকাট্টুর জন্য নিজের প্রিয় গবাদি পশুর প্রশিক্ষণে এখন ব্যস্ত রয়েছে।