'মুসলমানরা সন্দেহের চোখে দেখছে, কথা বলছে না', দলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি বিধায়ক
দলকে বেশ অস্বস্তিতে ফেললেন মধ্যপ্রদেশের দলবদলু বিজেপি বিধায়ক নারায়ণ ত্রিপাঠি। কংগ্রেস, তারপর সমাজবাদী পার্টি ঘুরে বিজেপি-তে আসা নেতা নতুন সিএএ-এনআরসি-র চরম বিরোধিতা করছেন। তাঁর সাফ কথা 'হয় সংবিধান মেনে চলুন নাহলে ছিঁড়ে ফেলে দিন। মইহার-এর বিধায়কের দাবি সিএএ আইন পাস হওয়ার পর থেকেই গ্রামে গ্রামে মুসলমানরা সন্দেহের চোখে দেখছেন, কথাবার্তা বলছেন না। তিনি কি আদৌ দলে আছেন, নাকি আবার অন্য কোনও দলে যাওয়ার কথা ভাবছেন?
দলকে বেশ অস্বস্তিতে ফেললেন মধ্যপ্রদেশের দলবদলু বিজেপি বিধায়ক নারায়ণ ত্রিপাঠি। কংগ্রেস, তারপর সমাজবাদী পার্টি ঘুরে বিজেপি-তে আসা নেতা নতুন সিএএ-এনআরসি-র চরম বিরোধিতা করছেন। তাঁর সাফ কথা 'হয় সংবিধান মেনে চলুন নাহলে ছিঁড়ে ফেলে দিন। মইহার-এর বিধায়কের দাবি সিএএ আইন পাস হওয়ার পর থেকেই গ্রামে গ্রামে মুসলমানরা সন্দেহের চোখে দেখছেন, কথাবার্তা বলছেন না। তিনি কি আদৌ দলে আছেন, নাকি আবার অন্য কোনও দলে যাওয়ার কথা ভাবছেন?