দীপাবলিতে বাজার কাঁপাতে আসছে গোবরের প্রদীপ, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের আমলে গোজাত পণ্যের রমরমা দেখা দিয়েছে। একদিকে আয়ুষ মন্ত্রকের আওতায় গোমুত্র গোবর ব্যবহার করে যেমন বিভিন্ন রোগের ওষুধ তৈরির চেষ্টা চলছে, তেমনই রাখির সময়ে দেখা গিয়েছিল গোবর শুকিয়ে ঘুটে বানিয়ে তা দিয়ে তৈরি রাখি। রাখির সেই সাফল্যের পর এইবার দীপাবলির আগে বাজারে আসছে গোবরের তৈরি প্রদীপ। ছত্তিসগড়ে তৈরি হচ্ছে এই পরিবেশ-বান্ধব প্রদীপ। সম্প্রতি এই প্রকল্পকে উৎসাহ দিতে এসেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। গোজাত পণ্য নিয়ে বিজেপি নেতাদেরই বেশি মাতামাতি থাকলেও কংগ্রেসি মুখ্যমন্ত্রীও কিন্তু উচ্ছ্বসিত এই প্রকল্প নিয়ে। এই প্রকল্পকে আরও বেশি করে উৎসাহদানের পক্ষপাতি তিনি।

 

/ Updated: Oct 23 2019, 12:06 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের আমলে গোজাত পণ্যের রমরমা দেখা দিয়েছে। একদিকে আয়ুষ মন্ত্রকের আওতায় গোমুত্র গোবর ব্যবহার করে যেমন বিভিন্ন রোগের ওষুধ তৈরির চেষ্টা চলছে, তেমনই রাখির সময়ে দেখা গিয়েছিল গোবর শুকিয়ে ঘুটে বানিয়ে তা দিয়ে তৈরি রাখি। রাখির সেই সাফল্যের পর এইবার দীপাবলির আগে বাজারে আসছে গোবরের তৈরি প্রদীপ। ছত্তিসগড়ে তৈরি হচ্ছে এই পরিবেশ-বান্ধব প্রদীপ। সম্প্রতি এই প্রকল্পকে উৎসাহ দিতে এসেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। গোজাত পণ্য নিয়ে বিজেপি নেতাদেরই বেশি মাতামাতি থাকলেও কংগ্রেসি মুখ্যমন্ত্রীও কিন্তু উচ্ছ্বসিত এই প্রকল্প নিয়ে। এই প্রকল্পকে আরও বেশি করে উৎসাহদানের পক্ষপাতি তিনি।