গ্যাসচেম্বার রাজধানীতে তীব্র আতঙ্কে বাসিন্দারা, বাতিল ৩২টি উড়ান, জল ছেটাল এসডিএমসি, দেখুন ভিডিও
হাল্কা বৃষ্টি হওয়ায় দিল্লির বাতাসের গুণমান সিভিয়ার প্লাস থেকে সিভিয়ারে নেমে এল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি বিমান বাতিল করতে হয়। দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি গেট এলাকায় জল ছেটানো হয়। তবে রীতিমতো আতঙ্কে ভুগছেন দিল্লিবাসীরা।
সামান্য উন্নতি হল দিল্লির বায়ু দুষণের। এদিন সকালে হাল্কা বৃষ্টি হওয়ায়, বাতাসের গুণমান সিভিয়ার প্লাস থেকে সিভিয়ারে নেমে এল। তবে তফাতটা একেবারেই ১৯-২০। এদিনও সকাল থেকেই ঘন ধোঁয়াশায় ঢেকে ছিল দিল্লির অঘধিকাংশ এলাকা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি বিমান বাতিল করতে হয়। একই সঙ্গে দুষণ প্রতিরোধে দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি গেট এলাকায় জলের গাড়ি থেকে জল ছেটানো হয়। তবে এইসব পদক্ষেপে আদৌ সন্তুষ্ট নন দিল্লিবাসীরা। রীতিমতো আতঙ্কে ভুগছেন তাঁরা। বলছেন,. রাস্তায় বের হলে মুখ, চোখ জালা করছে। অনেকেরই অভিযোগ, কেন্দ্র হোক কি রাজ্য, দূষণ নিয়ে সরকারের কোনও মাথাব্যথাই নেই। তাঁদের বক্তব্য এই ঘটনা ভারতের বদলে অন্য কোনও দেশের রাজধানীতে হলে এতক্ষণে হুলুস্থুলু পড়ে যেত। কিন্তু এখানে সবাই হাত গুটিয়ে বসে আছে।