দরকার নেই 'খিচুড়ি' সরকারের, মসনদে বসেই শিবসেনাকে তোপ ফড়নবীশের

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে চলছিল দড়ি টানাটানি। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরের নাম ঘোষণা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই চমক অপেক্ষা করছিল। আশ্চর্যজনক ভাবে সব হাওয়া নিজেদের দিকে ঘুরিয়ে দেয় বিজেপি। শপথ নিয়ে তাই দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনাকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

/ Updated: Nov 23 2019, 01:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে চলছিল দড়ি টানাটানি। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরের নাম ঘোষণা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই চমক অপেক্ষা করছিল। আশ্চর্যজনক ভাবে সব হাওয়া নিজেদের দিকে ঘুরিয়ে দেয় বিজেপি। শপথ নিয়ে তাই দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনাকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বলেন, 'রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছিল। কিন্তু ফল ঘোষণার পর শিবসেনা অন্যদলের সেঙ্গ জোট বাঁধার চেষ্টা করে। যার ফলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়। মহারাষ্ট্রের মত রাজ্যে দরকার স্থায়ী সরকার, তিন দলের কোনও 'খিচুড়ি' সরকার নয়।' সরকার গঠনে সাহায্য করার জন্য অজিত পাওয়ারকেও ধন্যবাদ জানান ফড়নবীশ।