গঙ্গা আরতি থেকে মন্দিরে-মন্দিরে পুজো, ইংরেজি বছরকে স্বাগত জানান হল সনাতনী হিন্দু আচারে

বিদায় নিল ২০১৯। পথ চলা শুরু করল নতুন বছর ২০২০। নতুন বছরকে স্বাগত জানাতে সারা রাত যেমন চলল নাচা-গানা, তেমনি সকাল হতেই মন্দিরে মন্দিরে  চলল পুজাপাঠ। বারাণসীতে নতুন বছরের সূচনা হল গঙ্গা আরতির মধ্যে দিয়ে। 

/ Updated: Jan 01 2020, 07:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বিদায় নিল ২০১৯। পথ চলা শুরু করল নতুন বছর ২০২০। নতুন বছরকে স্বাগত জানাতে সারা রাত যেমন চলল নাচা-গানা, তেমনি সকাল হতেই মন্দিরে মন্দিরে  চলল পুজাপাঠ। বারাণসীতে নতুন বছরের সূচনা হল গঙ্গা আরতির মধ্যে দিয়ে। মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে নতুন বছরে ঈশ্বরের পুজো দিতে এসেছিলেন বহু পূণ্যার্থী। বেঙ্গালুরুর লক্ষ্মী নরসিমা মন্দিরেও হয়েছিল বহু ভক্তসমাগম। জম্মু-কাশ্মীরের কাটরায় বৈষ্ণদেবীর মন্দিরেও বছরের প্রথম দিন পুজো দিতে লেগেছিল পূণ্যার্থীর ভিড়। অমৃতসরের স্বর্ণমন্দিরেও  হয়েছিল বহু ভক্তের সমাগম।