দেব উঠানি একাদশীর গঙ্গাস্নান, পুন্যলাভের জন্য বারাণসীতে ভক্তদের ভিড়


দেব উঠানি একাদশী পালিত হচ্ছে দেশজুড়ে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী দেব উঠানি একাদশী নামে পরিচিত।। কথিত আছে  এই দিন ভগবান বিষ্ণু চার মাসের ঘুম থেকে জেগে ওঠেন, সেকারণে একে দেবউত্থান একাদশী বা প্রভোদিনী একাদশীও বলা হয়। বলা হয় এদিন গঙ্গা স্নান করা পুন্যের। সেকরাণে বারাণসীর গঙ্গায় স্নান করতে নেমেছিলেন বহু পুন্যার্থী। বলা হয়  দেব উঠানী একাদশীতে গঙ্গা স্নান করলে বৈবাহিক জীবন সুখের হয়ে ওঠে।  
 

/ Updated: Nov 08 2019, 04:28 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


দেব উঠানি একাদশী পালিত হচ্ছে দেশজুড়ে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী দেব উঠানি একাদশী নামে পরিচিত।। কথিত আছে  এই দিন ভগবান বিষ্ণু চার মাসের ঘুম থেকে জেগে ওঠেন, সেকারণে একে দেবউত্থান একাদশী বা প্রভোদিনী একাদশীও বলা হয়। বলা হয় এদিন গঙ্গা স্নান করা পুন্যের। সেকরাণে বারাণসীর গঙ্গায় স্নান করতে নেমেছিলেন বহু পুন্যার্থী। বলা হয়  দেব উঠানী একাদশীতে গঙ্গা স্নান করলে বৈবাহিক জীবন সুখের হয়ে ওঠে।