তপ্ত কয়লার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন পূণ্যার্থীরা, এই মন্দিরে এভাবেই নাকি তুষ্ট হন দেবতা

কর্ণাটকের গুদাগুরি গ্রামের আয়াপ্পার মন্দির। আর এই মন্দিরের সামনেই পূণ্যের খোঁজে খালি পায়ে গরম কয়লার উপর দিয়ে হাঁটছেন পূণ্যার্থীরা। এখানে এভাবেই নাকি তুষ্ট হন ভগবান বিষ্ণুর পুত্র আয়াপ্পা। তাই বহু দূর দূর থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনস্কামনা পূরণ করতে। 

/ Updated: Jan 09 2020, 10:20 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কর্ণাটকের গুদাগুরি গ্রামের আয়াপ্পার মন্দির। আর এই মন্দিরের সামনেই পূণ্যের খোঁজে খালি পায়ে গরম কয়লার উপর দিয়ে হাঁটছেন পূণ্যার্থীরা। এখানে এভাবেই নাকি তুষ্ট হন ভগবান বিষ্ণুর পুত্র আয়াপ্পা। তাই বহু দূর দূর থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনস্কামনা পূরণ করতে। সব সময় লেগে থাকে মন্দিরে পূণ্যার্থীদের ভিড়। ৩০ ফুট লম্বা এবং ৩ ফুট চওড়া গরম কয়লার উপর অবিরাম হেঁটে চলেছেন পূণ্যার্থীরা। দেশ -বিদেশ থেকে বহু মানুষ আসেন এই দৃশ্য দেখতে।