Asianet News BanglaAsianet News Bangla

শুরু হয়ে গেল পূর্ণ স্নান, প্রয়াগরাজে ভিড় বাড়ছে পূণ্যার্থীদের

Jan 11, 2020, 9:17 AM IST

সামনেই মকর সংক্রান্তি। গঙ্গাসাগরের মত প্রস্তুতি শেষ প্রয়াগরাজেরও। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করে দিয়েছেন পূণ্যার্থীরা। সঙ্গমের ঘাটে চলছে পূর্ণ স্নান। 

পৌষ পূর্ণিমা থেকেই হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মঘা শুরু হয়। হিন্দুদের কাছে মঘা অত্যন্ত পবিত্র সময়। এই সময় থেকেই শুরু হয়ে যায় পূর্ণ্যস্নান। স্নান সেরে চলে সূর্যের আরাধনা। এই স্নানের ফলে দেহ ও মন পরিশুদ্ধ হয় বলে বিশ্বাস হিন্দু ধর্মে। মুক্তি মেলে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে।

এই বছর পৌষ পূর্ণিমাতেই পড়েছে দশকের প্রথম চন্দ্রগ্রহণ। ১০ জানুয়ারি রাত ২.৩৪ মিনিটে শুরু হয়েছে পৌষ পূর্ণিমা। শেষ হবে ১১ জানুয়ারি রাত ১২টা ৫০ মিনিটে।  পূর্ণস্নান করতে  প্রয়াগে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেনী সঙ্গমে জড়ো হয়েছেন বহু মানু। এই সময় প্রথা মেনে অনেকে দান-ধ্যানও করছেন 

Video Top Stories