হায়দরাবাদ গণধর্ষণের অভিযুক্তরা খতম এনকাউন্টারে, দেখুন সেই রোমহর্ষক ভিডিও


হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল সাইবেরাবাদ পুলিশ। ঠিক যেখানে নিগৃহীতার গায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানেই শাস্তি পেল চার ধর্ষক। শুক্রবার ভোররাতে ঘটনার পূণর্নির্মাণের জন্য  চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, সেই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখনই  ৪৪ নং জাতীয় সড়কের উপর শুরু হয় এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হয় চার অভিযুক্তেরই। 

Share this Video


হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল সাইবেরাবাদ পুলিশ। ঠিক যেখানে নিগৃহীতার গায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানেই শাস্তি পেল চার ধর্ষক। শুক্রবার ভোররাতে ঘটনার পূণর্নির্মাণের জন্য চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, সেই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখনই ৪৪ নং জাতীয় সড়কের উপর শুরু হয় এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হয় চার অভিযুক্তেরই। 

ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে গত ২৯ নভেম্বর ২ লরি চালক ও ২ খালাসিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের শাস্তি চেয়ে দেশজুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। এই মামলার শুনানির জন্য বুবধাবর ফাস্ট ট্র্যাক কোর্টও গঠন করা হয়। তবে বিচারের আগেই ২০ থেকে ২৪ বছর বয়সি চার অভিযুক্ত পেয়ে গেল চরম শাস্তি। 

Related Video