Chopper Crash: বায়ুসেনার কপ্টার দুর্ঘটনার আগের মুহূর্তের রোমহর্ষক ভিডিও

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার। এই কপ্টারেই ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। মোট ১৪ জন ছিলেন বায়ুসেনার কপ্টার। কপ্টার দুর্ঘটনার আগের মুহূর্তের রোমহর্ষক ভিডিও প্রকাশ্যে।

Share this Video

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার। এই কপ্টারেই ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। মোট ১৪ জন ছিলেন বায়ুসেনার কপ্টার। কপ্টার দুর্ঘটনার আগের মুহূর্তের রোমহর্ষক ভিডিও প্রকাশ্যে। যেখানে কপ্টারটিকে মেঘের মধ্যে ঢুকে যেতে দেখা যায়। তারপরেই বিকট শব্দ করে ভেঙে পড়ে কপ্টারটি। এই দুর্ঘটনায় প্রয়াত হন সস্ত্রীক বিপিন রাওয়াত। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে সেকথা। ওয়েলিংটন ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানের অংশ গ্রহণ করতে যাচ্ছিলেন তাঁরা। সেখানে লেকচার দেওয়ার কথা ছিল জেনারেল রাওয়াতের। যাওয়ার পথে আচমকাই কুন্নুরের গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

Related Video