Asianet News BanglaAsianet News Bangla

তিনিই ভারতে মুসলিম মহিলাদের শিক্ষার পুরোধা, জেনে নিন ফতিমা শেখ সম্পর্কে

Sep 5, 2019, 8:06 PM IST

ভারতে মহিলাদের শিক্ষার প্রসারে অন্যতম ভূমিকা ছিল সাবিত্রী বাই ফুলের। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি শিক্ষিকা হয়েছিলেন। মেয়েদের জন্য তিনি স্কুলও শুরু করেছিলেন। সাবিত্রী বাই ফুলের কাহিনি অনেকেরই জানা। তবে তাঁর সঙ্গে আরও এক মহিলা ছিলেন, যিনি ততটা প্রচারের আলো পাননি। কিন্তু ভারতে মহিলাদের শিক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি হলেন ফতিমা শেখ। ভারতে মুসলিম মহিলা হিসেবে তিনিই প্রথম শিক্ষিকা হয়েছিলেন। সাবিত্রী দেবী জানিয়েছিলেন ফতিমা তাঁর পাশে না থাকলে মেয়েদের স্কুলের প্রল্পটি রূপ পেত না। শিক্ষক দিবসে জেনে নেওয়া যাক এই স্বল্প পরিচিত মহিয়সী সম্পর্কে।

 

Video Top Stories