মুম্বইয়ের লালবাগচায় গণপতির বিশেষ আকর্ষণ চন্দ্রযান ২

  • মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গণেশ পুজোর পালন করা হয় মহাসমারোহে
  • অতিমধ্যেই মুম্বইয়ের লালবাগ অঞ্চলের গণেশ পুজো ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়
  • এ বছরের এই পুজোর থিম হল চন্দ্রযান ২
  • লালবাগের এই পুজো এবার ৮৫ বছরে পদার্পণ করছে

/ Updated: Sep 02 2019, 05:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গণেশ পুজোর পালন করা হয় মহাসমারোহে। অতিমধ্যেই মুম্বইয়ের লালবাগ অঞ্চলের গণেশ পুজো ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। এ বছরের এই পুজোর থিম হল চন্দ্রযান ২। লালবাগের এই পুজো এবার ৮৫ বছরে পদার্পণ করছে। ১৯৩৪ সাল থেকে মুম্বইয়ের জনপ্রিয় এই লালবাগ-এ্রর পুজো। এখানের গণেশ-কে অভিহিত করা হয় লাল বাগচা রাজা নামে। যার অর্থ লালবাগের রাজা।