শব্দ দানব বাগে আনতে গ্রিন ক্র্যাকারই ভরসা চেন্নাইয়ের

সামনেই দীপাবলি। আলোর মেলায় সাজবে গোটা দেশ।  সঙ্গে চলবে আতসবাজির খেলা। তবে শব্দ দানব রুখতে ক্রমেই বাড়ছে গ্রিন ক্র্যাকারের জনপ্রিয়তা। 

/ Updated: Oct 21 2019, 02:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সামনেই দীপাবলি। আলোর মেলায় সাজবে গোটা দেশ।  সঙ্গে চলবে আতসবাজির খেলা। তবে শব্দ দানব রুখতে ক্রমেই বাড়ছে গ্রিন ক্র্যাকারের জনপ্রিয়তা।  আতসবাজির আতুরঘর চেন্নাইয়ও ছেয়ে গিয়েছে গ্রিন ক্র্যাকারে। এই বাজি পরিবেশবান্ধব বলেও দাবি করা হচ্ছে। দামের দিক থেকেও  পকেট ফ্রেন্ডলি। তবে তাতে খুব একটা মন ভরছে না ক্রেতাদের। বৈচিত্র্য কম থাকার অভিযোগ করছেন অনেকেই। শব্জবাজি নিয়ে বেশ কয়েকবছর হল কড়াকড়ি করছে সুপ্রিমকোর্ট। এই অবস্থায় তাই অনেকটা বাধ্য হয়েই গ্রিন ক্র্যাকারের দিকে ঝুঁকছেন বাজি প্রেমীরা।