'পেহলা ভোট পেহলা প্যায়ার', নির্বাচনের ঠিক আগে 'ভোট-ব়্যাপে' মত্ত বানিজ্যনগরী

  • রাত পোহালেই মহারাষ্ট্রের ভোট
  • তার ভোটদানে উৎসাহিত করতে তৈরি হল র‌্যাপ সঙ্গীত
  • 'মার্ক ইয়োর প্রেজেন্স' নামে মুম্বই-এর একটি ব্যান্ড গানগুলি গেয়েছে
  • ইংরেজী, হিন্দি এবং মারাঠি ভাষায় গাওয়া হয়েছে গানগুলি

 

/ Updated: Oct 21 2019, 02:07 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত পোহালেই মহারাষ্ট্রের ভোট। তার আগে যুব সমাজকে ভোটদানে উৎসাহিত করতে, তাদের মধ্যে ভোটদানের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে 'মার্ক ইয়োর প্রেজেন্স' নামে মুম্বই-এর একটি ব্যান্ড র‌্যাপ সঙ্গীত রচনা করেছে। ব্যান্ডের প্রতিষ্ঠাতা চৈতন্য প্রভু জানিয়েছেন, যুব সমাজের মধ্যে পৌঁছতেই সঙ্গীতের সহায়তা নিচ্ছেন তাঁরা। পরিবর্তনের হাতিয়ার হিসাবে র‌্যাপ সঙ্গীতকেই বেছে নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁদের দলে মোট চারজন ব়্যাপার আছেন। ইংরেজী, হিন্দি এবং মারাঠি ভাষায় গাওয়া হয়েছে গানগুলি।

তিনি আরও জানান, তাঁদের তৈরি গানে, তরুণ প্রজন্ম কী চাইছে, কেনই বা তারা ভোট দিতে আগ্রহী নয়, সেইদিকগুলি তুলে ধরা হয়েছে। তববে তাঁদের গানের কথা যাতে কোনও বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাত না করে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। 'পেহলা ভোট পেহলা প্যায়ার' নামে একটি গান রয়েছে, যা এইবারই প্রথম বোট দিতে যাওয়া ভোটারদের উদ্দেশ্য করে লেখা।