নজরে ২৪ এপ্রিলের কিছু বিশেষ ঘটনা, যা অনেকেরই অজানা
- ২৪ এপ্রিল (১৯৭৩) জন্ম হয় শচীন তেন্ডুলকরের
- ২৪ এপ্রিল বলি তারকা বরুণ ধওয়ানের জন্ম হয়
- আজকের দিনেই মৃত্যু হয়েছিল প্রখ্যাত চিত্র শিল্পী যামিনী রায়ের
- ২৪ এপ্রিল (১২৭১) মার্কো পোলো তাঁর ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২৪ এপ্রিল (১৯৭৩) জন্ম হয় শচীন তেন্ডুলকরের। ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। ২৪ এপ্রিল বলি তারকা বরুণ ধওয়ানের জন্ম হয়। আজকের দিনেই মৃত্যু হয়েছিল প্রখ্যাত চিত্র শিল্পী যামিনী রায়ের। ২৪ এপ্রিল (১২৭১) মার্কো পোলো তাঁর ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।