নজরে ২৫ এপ্রিলের কিছু বিশেষ ঘটনা, যা অনেকেরই অজানা

  • ১৮৫৯ সালের এই দিনে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
  • ১৯৩৮ (২৫ এপ্রিল) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন
  • ২০০১ সালের আজকের দিনেই ছায়া দেবী(চট্টোপাধ্যায়) -র মৃত্যু হয়
  • ২৫ এপ্রিল দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালিত হয়
/ Updated: Apr 25 2021, 08:30 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৫৯ সালের এই দিনে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। এই দিনটি তাই পৃথিবীর ইতিহাসে স্মরণীয়। ২৫ এপ্রিল(১৯৩৮) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক ছিলেন তিনি। আজকের দিনেই(২০০১) ছায়া দেবী(চট্টোপাধ্যায়) -র মৃত্যু হয় । তাঁর অভিনয়দক্ষতা আপামর মানুষের মন জিতে নেয়। ২৫ এপ্রিল দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে স্বীকৃতি পায় । ২০০৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘোষণা করে।