নজরে ৪ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ৪ জুন (১৯৪৬) বালা সুভ্রমনিয়ম জন্মগ্রহণ করেন
  • ৪ জুন (১৯৮৩) সতীশচন্দ্র সামন্ত -র মৃত্যু হয়
  • ১৯৫৫ দুটি দেশের সরাসরি টেলিফোনে যোগাযোগ স্থাপিত হয়
  • ৪ জুন (১৯৭৫) অ্যাঞ্জেলিনা জোলি জন্মগ্রহণ করেন
     

Share this Video

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৪ জুন (১৯৪৬) বালা সুভ্রমনিয়ম জন্মগ্রহণ করেন। ভারতীয় সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ৪ জুন (১৯৮৩) সতীশচন্দ্র সামন্ত -র মৃত্যু হয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং লোকসভার সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ দুটি দেশের সরাসরি টেলিফোনে যোগাযোগ স্থাপিত হয়। যার মধ্যে একটি ভারত অন্যটি সোভিয়েত ইউনিয়ন। ৪ জুন (১৯৭৫) অ্যাঞ্জেলিনা জোলি জন্মগ্রহণ করেন। জনপ্রীয় মার্কিন অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা তিনি। 

Related Video