নজরে ৪ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ৪ জুন (১৯৪৬) বালা সুভ্রমনিয়ম জন্মগ্রহণ করেন
  • ৪ জুন (১৯৮৩) সতীশচন্দ্র সামন্ত -র মৃত্যু হয়
  • ১৯৫৫ দুটি দেশের সরাসরি টেলিফোনে যোগাযোগ স্থাপিত হয়
  • ৪ জুন (১৯৭৫) অ্যাঞ্জেলিনা জোলি জন্মগ্রহণ করেন
     
/ Updated: Jun 04 2021, 09:39 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৪ জুন (১৯৪৬) বালা সুভ্রমনিয়ম জন্মগ্রহণ করেন। ভারতীয় সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ৪ জুন (১৯৮৩) সতীশচন্দ্র সামন্ত -র মৃত্যু হয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং লোকসভার সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ দুটি দেশের সরাসরি টেলিফোনে যোগাযোগ স্থাপিত হয়। যার মধ্যে একটি ভারত অন্যটি সোভিয়েত ইউনিয়ন। ৪ জুন (১৯৭৫) অ্যাঞ্জেলিনা জোলি জন্মগ্রহণ করেন। জনপ্রীয় মার্কিন অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা তিনি।