নজরে ৫ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা
- ১৯৭৬ সালে আজকের দিনেই পুনরায় খুলে দেওয়া হয় সুয়েজ খাল
- ১৯৮৩ (৫ জুন) স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনী হামলা চালায়
- ১৯৫২ সালে আজকের দিনেই মুকেশ ভাট জন্মগ্রহণ করেন
- ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস দিবস হিসাবে পালিত হয়
প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৪১৯৭৬ সালে আজকের দিনেই পুনরায় খুলে দেওয়া হয় সুয়েজ খাল। আট বছর বন্ধ ছিল এই খাল। ১৯৮৩ (৫ জুন) স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনী হামলা চালায়। সেখানে মোট ৬০০ হিন্দু নিহত হন। ১৯৫২ সালে আজকের দিনেই মুকেশ ভাট জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্র প্রযোজক তিনি। ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস দিবস হিসাবে পালিত হয়। পরিবশ সচেতনার জন্যই দিনটি বিশেষভাবে পালিত হয়।