নজরে ৬ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ৬ জুন (১৯১১) নীহাররঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন
  • ৬ জুন (১৯২৯) সুনীল দত্ত জন্মগ্রহণ করেন
  • ১৯৩৫ সালে আজকের দিনে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত দালাইলামা
  • ৬ জুন (১৮৬৭) মৃত্যু হয় শম্ভুনাথ পণ্ডিতের
     

Share this Video

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৬ জুন (১৯১১) নীহাররঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন। ভারতের বাঙালি চর্মচিকিৎসক ও ঔপন্যাসিক ছিলেন। ৬ জুন (১৯২৯) সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন তিনি। ১৯৩৫ সালে আজকের দিনে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত দালাইলামা। তিব্বতের ধর্মগুরু ছিলেন তিনি। ৬ জুন (১৮৬৭) মৃত্যু হয় শম্ভুনাথ পণ্ডিতের। কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি ছিলেন তিনি।

Related Video