নজরে ৮ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ৮ জুন (১৯৩৬) ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদল হয়
  • ৮ জুন (১৯৪৮) ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়
  • ১৯০৪ সালের ৮ জুন বীরেশচন্দ্র গুহ জন্মগ্রহণ করেন
  • ৮ জুন দিনটি বিশ্ব মহাসাগর দিবস  হিসাবে পালিত হয়
     
/ Updated: Jun 08 2021, 09:43 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৮ জুন (১৯৩৬) ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদল হয়। নতুন নামকরণ হয় অল ইন্ডিয়া রেডিও। ৮ জুন (১৯৪৮) ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়। এই পরিষেবায় উপকৃত হন বহু মানুষ। ১৯০৪ সালের ৮ জুন বীরেশচন্দ্র গুহ জন্মগ্রহণ করেন। ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী ছিলেন। ৮ জুন দিনটি বিশ্ব মহাসাগর দিবস  হিসাবে পালিত হয়৷ ১৯৯২ সাল থেকে এই দিনটি বিশেষভাবে পালন করা শুরু হয়।