নজরে ৮ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ৮ জুন (১৯৩৬) ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদল হয়
  • ৮ জুন (১৯৪৮) ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়
  • ১৯০৪ সালের ৮ জুন বীরেশচন্দ্র গুহ জন্মগ্রহণ করেন
  • ৮ জুন দিনটি বিশ্ব মহাসাগর দিবস  হিসাবে পালিত হয়
     

Share this Video

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ৮ জুন (১৯৩৬) ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদল হয়। নতুন নামকরণ হয় অল ইন্ডিয়া রেডিও। ৮ জুন (১৯৪৮) ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়। এই পরিষেবায় উপকৃত হন বহু মানুষ। ১৯০৪ সালের ৮ জুন বীরেশচন্দ্র গুহ জন্মগ্রহণ করেন। ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী ছিলেন। ৮ জুন দিনটি বিশ্ব মহাসাগর দিবস হিসাবে পালিত হয়৷ ১৯৯২ সাল থেকে এই দিনটি বিশেষভাবে পালন করা শুরু হয়।

Related Video