সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদের মাঝেই ভোটের ময়দানে পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু, লড়ছেন পঞ্চায়েত ভোটে

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এর মাঝেই রাজস্থানের ভোটে নজর কাড়লেন পাকিস্তান থেকে আসা এক উদ্বাস্তু। প্রায় এক দশক আগে পাকিস্তানের সিন্ধুপ্রদেশ থেকে যোধপুরে আসেন নীতা কানোরিয়া। এখানেই পড়াশোনা শেষ করে বিয়েও কেরন। কয়েক মাস আগেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। এবার টঙ্ক জেলার নাটওয়ারা গ্রামে সরপঞ্চ পদে প্রার্থী হয়েছেন নীতা। 

/ Updated: Jan 17 2020, 04:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এর মাঝেই রাজস্থানের ভোটে নজর কাড়লেন পাকিস্তান থেকে আসা এক উদ্বাস্তু। প্রায় এক দশক আগে পাকিস্তানের সিন্ধুপ্রদেশ থেকে যোধপুরে আসেন নীতা কানোরিয়া। এখানেই পড়াশোনা শেষ করে বিয়েও কেরন। কয়েক মাস আগেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। এবার টঙ্ক জেলার নাটওয়ারা গ্রামে সরপঞ্চ পদে প্রার্থী হয়েছেন নীতা। ভোটে জিতলে মহিলাদের ক্ষমতায়ন, লিঙ্গ-সমতা ও গ্রামের উন্নয়ন নিয়ে কাজ করতে চান তিনি।