করোনার বলি ভারতীয়, মালয়েশিয়ার হাসপাতালে মৃত্যু ত্রিপুরার বাসিন্দার


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিার হাসপাতালে মৃত্যু হল এক ভারতীয়র। মৃত ব্যক্তি ত্রিপুরার বাসিন্দা ছিলেন। বয়স হয়েছিল মাত্র ২২। 
 

/ Updated: Feb 01 2020, 03:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিার হাসপাতালে মৃত্যু হল এক ভারতীয়র। মৃত ব্যক্তি ত্রিপুরার বাসিন্দা ছিলেন। বয়স হয়েছিল মাত্র ২২। 

তবে মালয়েশিয়ার হাসপাতালে ওই যুবকের মৃত্যু নিয়ে সরকারের  কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন ত্রিপুরার স্বাস্ব্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টর রাধা দেববর্মা। 

যদিও  পশ্চিম ত্রিপুরার সিপাহি জেলার বিশালগড়ের বাসিন্দা শাহজাহান মিঁঞার দাবি, তাঁর ছেলে ২২ বছরের মনির হোসেনের মালয়েশিয়ার হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। সরকারের সাহায্যে ছেলের দেহ বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে মনির হোসেনের পরিবার। 

পরিবার সূত্রে আরও জানা গেছে মনির ক্রিকেট খেলতেন, ২০১৬ সালে তিনি বিয়েও করেন। কিন্তু ত্রিপুরায় চাকরি না পেয়ে ২০১৮ সালে মালয়েশিয়ায় চলে  যান তিনি। সেখানে একটি রেস্তোঁরায় কাজ করতেন মনির। 

করোনা ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ স্ক্রিনিং কাউন্টার ও ডেস্ক স্থাপন করেছে।