মাছ ধরার জালে আটকে এক কচ্ছপ, তাকে উদ্ধার করে প্রাণ বাঁচাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী

কোস্ট গার্ডের চেষ্টায় প্রাণ বাঁচল এক অলিভ রিডল কচ্ছপের। সমুদ্রের মধ্যে মাছ শিকার করার জালে আটকে গিয়েছিল এই কচ্ছপ। এক অনবদ্য ভিডিও-তে ধরা পড়েছে এই সামুদ্রিক প্রাণীর উদ্ধারের ছবি। 

/ Updated: Feb 11 2022, 11:26 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক অনবদ্য ভিডিও, আর তাতে উঠলে এক অসামান্য কাহিনি। দেখা গেল কীভাবে এক অলিভ রিডল কচ্ছপের প্রাণ বাঁচাচ্ছেন উপকূলরক্ষী বাহিনীর কর্মীরা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের ফেলে যাওয়া জালে  আটকে গিয়েছিল একটি অলিভ রিডল কচ্ছপ। এর ফলে সে কিছুতেই চলাফেরা করতে পরছিল না। ক্রমাগত জলের উপরে সে আটকে ছিল। কচ্ছপটিকে এভাবে আটকে থাকতে দেখে এগিয়ে যায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর টহলদারি বোট। তারা কচ্ছপটিকে জাল সহ বোটের কাছে টেনে আনেন। এরপর মাছের জাল কেটে কচ্ছপটিকে ফের সাগরের জলে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পেয়ে জলের তলদেশে নিজের জগতে ফিরে যায় কচ্ছপটি। অসামান্য এই ভিডিওটি ধরা পড়েছে উপকূলরক্ষীবাহিনীর ক্যামেরায়। ২২ ফেব্রুয়ারি এই ঘটনা বলেও জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। ফি বছরই অলিভ অভিযান করে উপকূলরক্ষী বাহিনী। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই অভিযান চল। এই সময় অলিভ রিডলরা ভারতীয় উপকূলে ডিম পাড়তে আসে শুধু নয়, উপকূলে ডিম ফুঁটে বের হওয়া বাচ্চারাও আস্তে আস্তে গভীর সমুদ্রের উদ্দেশে যাত্রা করে। এই সময় যাতে কোনওভাবে সমুদ্র দূষণের ফাঁদে পড়ে কচ্ছপদের জীবন খোয়াতে না হয় তার জন্য উদ্যোগ নেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সামুদ্রিক জীব বৈচিত্র এবং সামুদ্রিক প্রাণীদের জীবন বাঁচাতে এই উদ্যোগ বলেই জানিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।