ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রস্তুত বিশ্বের সব থেকে বড় মোজাইক স্থাপত্য

শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ  বা ফেলে দেওয়া দিয়ে ইন্দোরের একদল শিল্পী বিশ্বের সব থেকে বড় মোজাইক স্থাপত্য প্রস্তুত করল। ৩০ জনের  মহিলা শিল্পীদের এই দল অক্লান্ত পরিশ্রমের পর এই স্থাপত্য সৃষ্টি করতে সমর্থ হয়েছে। 

/ Updated: Nov 02 2019, 05:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ  বা ফেলে দেওয়া দিয়ে ইন্দোরের একদল শিল্পী বিশ্বের সব থেকে বড় মোজাইক স্থাপত্য প্রস্তুত করল। ৩০ জনের  মহিলা শিল্পীদের এই দল অক্লান্ত পরিশ্রমের পর এই স্থাপত্য সৃষ্টি করতে সমর্থ হয়েছে। এই স্থাপত্যের মাধ্যমে শিল্পীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে মহিলার অবস্থান দেখিয়েছেন। পাশাপাশি এই  সময় মস্তিষ্ক কী করে কাজ করে এই স্থাপত্যের মাধ্যমে উঠে এসেছে।  স্থাপত্যে দেখা গিয়েছে, একজন মহিলা পুরনো দিনের একটি গাড়িতে বসে আছেন।  শিল্পীরা এই স্থাপত্য করতে শিল্প এলাকার ২০ লক্ষ বর্জ্য পদার্থ বা ফেলে দেওয়া জিনিস ব্যবহার করেছেন।