উত্তরভারতে শৈত্যপ্রবাহ চলছেই, শুনশান রাজধানীর রাজপথ
ক্রমেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। গত ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। এখনও পরিস্থিতি উন্নতির কোনও আশা দেখতে পাচ্ছেন না আবহবিদরা। তাপমাত্রার পারদ আরও কয়েকদিন নিম্নমুখি থাকবে বলেই জানাচ্ছে মৌসম ভবন। স্বাভাবিক ভাবেই ঠান্ডায় জবুথবু রাজধানীর জনজীবনও। এর প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রায়।
ক্রমেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। গত ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। এখনও পরিস্থিতি উন্নতির কোনও আশা দেখতে পাচ্ছেন না আবহবিদরা। তাপমাত্রার পারদ আরও কয়েকদিন নিম্নমুখি থাকবে বলেই জানাচ্ছে মৌসম ভবন। স্বাভাবিক ভাবেই ঠান্ডায় জবুথবু রাজধানীর জনজীবনও। এর প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রায়। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিল্লি। ফলে দূশ্যমানতা হ্রাস পাচ্ছে। ব্যাহত হচ্ছে উড়ান ও রেল পরিষেবা। রাস্তায় লোকজনের সংখ্যাও হাতে গোনা। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। দিল্লি সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদের পরিস্থিতিও একই রকম।