এবার মহাকাশ থেকে সেনার নজরদারি, জোড়া মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ইসরো

ফের মহাকাশে পারি দিল ইসরো। সফল হল রিস্যাট -২ বিবিআর১ উপগ্রহের উৎক্ষেপণ। এদিন একসঙ্গে জোড়া মাইলফলক ছুঁল ইসরো। রিস্যাট -২ বিবিআর১ উপগ্রহটিকে বলা হচ্ছে গুপ্তচর উপগ্রহ।

 

/ Updated: Dec 11 2019, 08:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের মহাকাশে পারি দিল ইসরো। চন্দ্রযান ২-এর সফল উৎক্ষেপনের পর বুধবার বিকালে পিএসএলভি সি৪৮ রকেটের মাধ্যমে ইসরো অন্যান্য দেশের ৯টি উপগ্রহ-সহ আরও নিজেদের রিস্যাট -২ বিবিআর১ উপগ্রহ-কে পাঠালো মহাকাশে। শুধু তাই নয়, ইসরোর রকেট এই দশটি উপগ্রহকেই সফলভাবে তাদের কক্ষপথেও বসাতে সফল হল। রিস্যাট -২ বিবিআর১ একটি রাডার ইমেজিং উপগ্রহ যা মহাশূন্য থেকে শত্রু দেশের উপর সামরিক নজরদারির কাজে লাগবে। এদিনের এই অভিযানে একইসঙ্গে দুটি মাইলফলক ছুঁল ইসরো। এদিনের অভিযান ছিল পিএসএলভি মডেলের মহাকাশযানগুলির ৫০তম যাত্রা। আবার এদিনই শ্রীহরিকোটা থেকে ৭৫তম রকেট উৎক্ষেপণ করল ইসরো। ইসরোর প্রধান কে শিবন বলেছেন, এই জন্য এদিনের অভিযান তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।