Jaya Bachchan Lost Temper: ইডি-র জেরা ঐশ্বর্যকে, রাজ্যসভায় মেজাজ হারিয়ে অভিশাপ জয়ার

সোমবার ইডির দফতরে ডেকে পাঠানো হয় ঐশ্বর্য রাই বচ্চনকে। পানামা কেলেঙ্কারি মামলায় সোমবার হাজিরা দেন তিনি। টানা পাঁচ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিনই রাজ্যসভায় গিয়ে মেজাজ হারান জয়া বচ্চন।
 

Share this Video

সোমবার ইডির দফতরে ডেকে পাঠানো হয় ঐশ্বর্য রাই বচ্চনকে। পানামা কেলেঙ্কারি মামলায় সোমবার হাজিরা দেন তিনি। টানা পাঁচ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিনই রাজ্যসভায় গিয়ে মেজাজ হারান জয়া বচ্চন। তিনি বলেন, 'আপনার থেকে আমরা বিচার চাই, ১২ জন বিরোধী সাংসদ যাদের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের হয়ে সাসদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি'। সাংসদ পাল্টা বলেন মাদক (সংশোধন) বিল নিয়ে সেখানে কথা হচ্ছে তিনি কীভাবে অন্য বিষয় নিয়ে কথা বলতে পারেন। এর মধ্যে দিয়ে সোজা বিজেপিকেই নিশানা করেন তিনি। তিনি অভিশাপ দিয়ে বলেন খুব শিগগিরি খারাপ দিন আসতে চলেছে। পরে অবশ্য জয়া বচ্চন বলেন 'আমি কারও সম্পর্কে কোনও ব্যক্তিগত মন্তব্য করতে চাই না। যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তারা যেভাবে কথা বলেছে, সেটা উচিত নয়'। 

Related Video