হরিয়ানায় ভোটরঙ্গ, ট্র্যাক্টরে করে ভোটকেন্দ্রে চৌতালা


সাইকেলে করে ভোটকেন্দ্রে গিয়েছিলেন  হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহন লাল খট্টর। তবে নাটক তখনও বাকি ছিল। জননায়ক জনতা পার্টির নোতা দুষ্মন্ত চৌতালা ও তাঁর পরিবার ট্রাক্কটের চড়ে হাজির হলেন ভোটদান কেন্দ্রে

Share this Video


সাইকেলে করে ভোটকেন্দ্রে গিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহন লাল খট্টর। তবে নাটক তখনও বাকি ছিল। জননায়ক জনতা পার্টির নোতা দুষ্মন্ত চৌতালা ও তাঁর পরিবার ট্রাক্কটের চড়ে হাজির হলেন ভোটদান কেন্দ্রে। সিরসাত বিধানসভা কেন্দ্রের ভোটর চৌতালারা। সোমবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হল। ফলাফল প্রকাশ হবে আগামী ২৪ অক্টোবর।

Related Video