নতুন করে তুষারপাত কাশ্মীরের ডোডায়, বরফে অবরুদ্ধ হিমাচলের কুরফি-ফাগু

এবার জমিয়ে শীত পড়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। গত নভেম্বর থেকেই তুষারপাত চলছে ভূস্বর্গ কাশ্মীরে। সোমবার ফের একবার নতুন করে তুষারপাত হয় ডোডার পার্বত্য এলাকায়। গোটা উপত্যকা ছেয়ে গিয়েছে সাদা বরফের চাদরে। যা গোটা অঞ্চলের সৌন্দর্য্য বারিয়ে দিয়েছে কয়েক গুণ। তবে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কাশ্মীরের। 

Share this Video

এবার জমিয়ে শীত পড়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। গত নভেম্বর থেকেই তুষারপাত চলছে ভূস্বর্গ কাশ্মীরে। সোমবার ফের একবার নতুন করে তুষারপাত হয় ডোডার পার্বত্য এলাকায়। গোটা উপত্যকা ছেয়ে গিয়েছে সাদা বরফের চাদরে। যা গোটা অঞ্চলের সৌন্দর্য্য বারিয়ে দিয়েছে কয়েক গুণ। তবে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কাশ্মীরের। 

কাশ্মীরের মতই তুষারপাত চলছে হিমাচল প্রদেশের সিমলাতে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে কুরফি-ফাগুর 5 নম্বর জাতীয় সড়ক। ফলে রাস্তায় পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছs যান চলাচল। দাঁড়িয়ে পড়েছে একের পর এক গাড়ি। লাগাতার তুষারপাতের কারণে সিমলার অধিকাংশ রাস্তাই এখন বন্ধ হয়ে রয়েছে।

এদিকে উত্তরপ্রদেশেও ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে বারাণসী সহ অন্যান্য শহরগুলি। উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে তুষারপাতের জেরে উত্তরপ্রদেশে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা থেকে বাঁচতেপথের দুধারে আগুন পোহাচ্ছেন ফুটপাতবাসীরা।

Related Video