Asianet News BanglaAsianet News Bangla

নারদ কান্ডে ইডি -র হাতে গ্রেফতার কেডি, 'আজকে খুশির দিন' জানালেন ম্যাথু

Jan 13, 2021, 9:22 PM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo

ইডি -র হাতে গ্রেফতার হলেন কেডি সিং। বুধবারে গ্রেফতার করা হয় তাঁকে। নারদকান্ডের মূল অভিযুক্ত ছিলেন কেডি সিং। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। কেডি -র গ্রেফতারিতে খুশি সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। ম্যাথু জানালেন, 'আজকে খুশির দিন'। নারদ স্টিং অপারেশনের মধ্যে দিয়েই ম্যাথু তুলে ধরেছিলেন দুর্নীতির ছবি। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে গ্রেফতার করা হল তাঁকে।   

Video Top Stories