কৃষি ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছতে প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু কিষাণ ড্রোন যাত্রা

কৃষি ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ। ভারতের একাধিক জায়গায় শুরু হল 'কিষাণ ড্রোন যাত্রা'। তামিলনাড়ু, আসম, রাজস্থানসহ একাধিক দেশে শুরু ড্রোনযাত্রা । এবার থেকে কৃষকরা কৃষিকাজে সাহায্য পাবেন ড্রোনের। দেশের অনেক যুবকরা কাজ পাবে বলেই জানালেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০টি কিষাণ ড্রোন চালু করেছেন।

/ Updated: Feb 19 2022, 01:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কৃষি ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ। ভারতের একাধিক জায়গায় শুরু হল 'কিষাণ ড্রোন যাত্রা'। তামিলনাড়ু, আসম, রাজস্থানসহ একাধিক দেশে শুরু ড্রোনযাত্রা । এবার থেকে কৃষকরা কৃষিকাজে সাহায্য পাবেন ড্রোনের। দেশের অনেক যুবকরা কাজ পাবে বলেই জানালেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০টি কিষাণ ড্রোন চালু করেছেন। প্রধানমন্ত্রী এদিন জানান কিছুদিন আগেও ড্রোন দেশে তেমনভাবে পরিচিত ছিল না। ড্রোন সাধারণত ভারতীয় সেনারাই ব্যবহার করত। এখন সেই ড্রেনই ব্যবহার করা হচ্ছে কৃষির কাজে। পঞ্জাবে এই ড্রোনের ব্যবহার প্রথম হয়। আগামী দিনে ড্রোনের হাত ধরে দেশের কৃষি ব্যবস্থার আরও অনেক উন্নতি হবে বলেও জানান তিনি। কথায় কথায় প্রধানমন্ত্রী বিটিং রিট্রিট অনুষ্ঠানের কথা তুুলে ধরেন। এই অনুষ্ঠানের কথা বলে সেই সময় ১০০০ ড্রোন অংশ নিয়েছিল বলেও তিনি জানান। ড্রোনের জন্য কত যবকরা কাজ পেতে চলেছে দেশে সেকথাও জানান তিনি।