আডবানির রথযাত্রার জনপ্রিয়তা শক্ত করেছিল রাম মন্দির নির্মাণের ভিতকে, ঝালিয়ে নিন সেই ইতিহাস

রথযাত্রার সঙ্গে ভারতে বিজেপির উত্থানের এক বড় যোগ রয়েছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে জনমত সংগঠিত করতে রথযাত্রার পরিকল্পনা করেছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এল কে আডবানি। পরিকল্পনা ছিল দেশের নানা রাজ্যের মধ্যে দিয়ে ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অযোধ্যা পর্যন্ত যাবে এই রথ। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর  গুজরাতের সোমনাথ মন্দির থেকে যার সূচনা হয়

/ Updated: Nov 09 2019, 03:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রথযাত্রার সঙ্গে ভারতে বিজেপির উত্থানের এক বড় যোগ রয়েছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে জনমত সংগঠিত করতে রথযাত্রার পরিকল্পনা করেছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এল কে আডবানি। পরিকল্পনা ছিল দেশের নানা রাজ্যের মধ্যে দিয়ে ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অযোধ্যা পর্যন্ত যাবে এই রথ। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর  গুজরাতের সোমনাথ মন্দির থেকে যার সূচনা হয়। আডবাণীর সঙ্গে সেই সময় এই রথযত্রায় অংশ নিয়েছিলেন তাঁর তৎকালীন অনুগামী নরেন্দ্র মোদীও।যতদিন যাচ্ছিল ততই রথযাত্রা জনপ্রিয়তা পাচ্ছিল। উত্তর ও মধ্যভারত অতিক্রম করে বিহারের সমস্তিপুরে রথ পৌঁছলে আডবানিকে গ্রেফতারের নির্দেশ দেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এরপরেয়ি কেন্দ্রে ভি পি সিং-এর জোট সরকারে থেকে সমর্থন তুলে নিয়েছিল বিজেপি। পরবর্তী বছর লোকসভা নির্বাচনে রথযাত্রার সফল্যে ভর করে আসন বাড়ে গেরুয়া শিবিরের। আর ১৯৯৬ সালে প্রথমবার দেশে সরকার গঠন করে ভারতীয় জনত পার্টি।