সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, প্রতিবাদে উটেদের অবস্থান
11, Nov 2019, 6:11 PM IST
রাজস্থানে গেলে উটের পিঠে চড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশ্কিল। মরুভূমির এই জাহাজরাই রাজস্থানের পর্যটন শিল্পের অন্যতম কান্ডারি। কিন্তু তাদের রক্ষনা-বেক্ষনে সরকার কিছুন করছে না বলে অভিযোগ উটের মালিকদের। এভাবে চললে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে উট হারিয়ে যাবে বলেই আশঙ্কা তাঁদের। রাস্থানের উটেদের জন্য যাতে উন্নত আইন প্রনয়ন করে সরকার সেই দাবিতেই আন্দোলনে নামলেন উট মালিকরা। আর সেই আন্দলনে সামিল করা হল উটেদের। ২০১৪ সালে রাজস্থান সরকার উটকে রাজ্যের পশু হিসাবে ঘোষণা করেছিল। বর্তমানে মাত্র ৫০০ থেকে ১৫০০ টাকা খরচ করেই রাজস্থানে উট কেনা যায়।