শিবমগায় হরি হব্বা, স্থানীয়রা মেতেছে যাঁড়ের দৌড়ে

স্পেনের ষাঁড়ের দৌড় জগৎ বিখ্যাত। তবে গরু- ষাঁড়ের দৌড় আমাদের দেশের গ্রামীণ এলাকাতেও দেখা যায়। যেমন কর্ণাটকের শিবমোগা। প্রতিবছর নবান্নের সময় এখানকার স্থানীয়রা অংশ নেন ষাঁড়ের দৌড়ে। যাকে স্থানীয় ভাষায় বলা হয় 'হরি হব্বা'। 

| Oct 30 2019, 07:06 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্পেনের ষাঁড়ের দৌড় জগৎ বিখ্যাত। তবে গরু- ষাঁড়ের দৌড় আমাদের দেশের গ্রামীণ এলাকাতেও দেখা যায়। যেমন কর্ণাটকের শিবমোগা। প্রতিবছর নবান্নের সময় এখানকার স্থানীয়রা অংশ নেন ষাঁড়ের দৌড়ে। যাকে স্থানীয় ভাষায় বলা হয় 'হরি হব্বা'। এই গ্রামীণ খেলায় মানুষ ষাঁড় অথবা বলদকে সাজিয়ে-গুছিয়ে রাস্তায় দৌড়ানোর জন্য নিয়ে আসেন। পথচলতি মানুষকে ধাক্কা না দিয়ে যে  লক্ষ্যে পৌঁছতে পারবে তাকেই জয়ী বলে ঘোষণা করা হয়। শিবমোগাতে স্থানীয়দের মধ্যে এই বলদ দৌড়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।