দূষণে ঢেকেছে ইতিহাসের দলপত সাগর, লেক উদ্ধারে ময়দানে নামলেন স্থানীয়রাই

ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে ছত্তিশগড়ে, তার মধ্যে করতেই হবে জগদলপুরের নাম। এখানকার মহারাজা প্রসাদ, বিশাল দলপত সাগর লেক , প্রাচীন ঐতিহাসিক মন্দির পর্যটকদের কাছে অন্যতম দ্রষ্টব্য। কিন্তু চারশো বছরের পুরনো ইতিহাসের দলপত সাগর লেক এখন  দূষণের কবলে, ভরে গিয়েছে পানায়।  বারবার প্রশাসনকে বলেও হয়নি সুরাহা। পুরসভা এই ঐতিহাসিক নিদর্শনকে বাঁচাতে উদ্যোগ নেয়নি।  এতদিন বিজেপি সরকার ছিল ছত্তিশগড়ে, এখন ক্ষমতা দখল করেছে কংগ্রেস। রাজনীতির রঙ পরিবর্তনেও বদলায়নি এই জলাশয়ের পরিস্থিতি। তাই প্রাচীন এই জলাশয়কে পুনরুদ্ধার করতে এবার হাত লাগালেন স্থানীয়রাই।
 

/ Updated: Nov 16 2019, 02:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে ছত্তিশগড়ে, তার মধ্যে করতেই হবে জগদলপুরের নাম। এখানকার মহারাজা প্রসাদ, বিশাল দলপত সাগর লেক , প্রাচীন ঐতিহাসিক মন্দির পর্যটকদের কাছে অন্যতম দ্রষ্টব্য। কিন্তু চারশো বছরের পুরনো ইতিহাসের দলপত সাগর লেক এখন  দূষণের কবলে, ভরে গিয়েছে পানায়।  বারবার প্রশাসনকে বলেও হয়নি সুরাহা। পুরসভা এই ঐতিহাসিক নিদর্শনকে বাঁচাতে উদ্যোগ নেয়নি।  এতদিন বিজেপি সরকার ছিল ছত্তিশগড়ে, এখন ক্ষমতা দখল করেছে কংগ্রেস। রাজনীতির রঙ পরিবর্তনেও বদলায়নি এই জলাশয়ের পরিস্থিতি। তাই প্রাচীন এই জলাশয়কে পুনরুদ্ধার করতে এবার হাত লাগালেন স্থানীয়রাই।