অকাল বর্ষণে ব্যাপক ক্ষতি ভুট্টা চাষে, কৃষকদের মাথায় হাত, দেখুন সেই ভিডিও

কর্ণাটকের শিবামোগ্গায় অসময়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কর্ণাটকে প্রধান বাণিজ্যিক ফসল। সেপ্টেম্বর থেকে নভেম্বর ভুট্টা চাষের প্রধান সময়। কিন্তু নভেম্বরের শুরুতে প্রবল বৃষ্টিপাতের ফলে হেক্টরের পর হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।

/ Updated: Nov 17 2019, 03:14 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কর্ণাটকের শিবামোগ্গায় অসময়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কর্ণাটকে প্রধান বাণিজ্যিক ফসল ভুট্টা। সেপ্টেম্বর থেকে নভেম্বর ভুট্টা চাষের প্রধান সময়। কিন্তু নভেম্বরের শুরুতে প্রবল বৃষ্টিপাতের ফলে হেক্টরের পর হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই সময়ই ভুট্টা ক্ষেত থেকে তুলে আনা হয়। অবশিষ্ট যে ভুট্টা রয়েছে, তা অর্ধেক দামে বিক্রি করে দেওয়া হয়েছে।  শিবমোগ্গার এক চাষী জানিয়েছেন, এই সময়ের বৃষ্টি আমাদের এবছরের বেশিরভাগ ফষল নষ্ট করে দিয়েছে। অর্ধকের ওপর ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বাকি জমি অর্ধেকের থেকে কম দামে বিক্রি করতে হয়েছে। কয়েকদিন আগেও ভুট্টার দাম ছিল কুইন্টাল প্রতি ২,৬০০ টাকা। এখন কুইন্টাল প্রতি ভুট্টার দাম মাত্র ১,২০০টাকা।