পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
পড়ুয়াকে বাংলাদেশী (Bangladeshi) নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) কল্যাণীর (Kalyani) পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ে। সঠিক সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয়। এর জেরে এসএফআই (SFI) কর্মী সমর্থকেরা হেডমাস্টারের ঘরে বিক্ষোভ শুরু করে। যদিও হেডমাস্টার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।