Transparent Governance in Goa- 'গোয়া বিউটিফুল প্লেস', গোয়ায় নতুন দিশা দেখালেন মমতা
তিন দিনের গোয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া সফরের প্রথম দিনেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। গোয়ায় যেতেই তৃণমূল কংগ্রেসে বড় যোগ। শুক্রবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। সকাল গড়িয়ে দুপুর হতেই আরও বড় চমক। এদিনই পানাজিতে সাংবাদিক বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন প্রখ্য়াত টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। তাঁর সঙ্গে সেখানে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিন গোয়ায তিনি বলেন "Goa is a beautiful place". এরপরেই তিনি গোয়ায় নতুন দিশা দেখান। সেখানে গোয়ার মানুষের জন্য কাজ করার কথাও বলতে শোনা যায় তাঁকে। সেখানকার যুবদের কথাও তিনি ভাবছেন বলে জানান।
তিন দিনের গোয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া সফরের প্রথম দিনেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। গোয়ায় যেতেই তৃণমূল কংগ্রেসে বড় যোগ। শুক্রবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। সকাল গড়িয়ে দুপুর হতেই আরও বড় চমক। এদিনই পানাজিতে সাংবাদিক বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন প্রখ্য়াত টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। তাঁর সঙ্গে সেখানে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিন গোয়ায তিনি বলেন "Goa is a beautiful place". এরপরেই তিনি গোয়ায় নতুন দিশা দেখান। সেখানে গোয়ার মানুষের জন্য কাজ করার কথাও বলতে শোনা যায় তাঁকে। সেখানকার যুবদের কথাও তিনি ভাবছেন বলে জানান।