ফাইন করেছিল ট্রাফিক পুলিশ, মাঝ সড়কে রাগে একী করলেন যুবক

রাজধানীর রাজপথে দাউ দাউ করে জ্বলছে একটি বাইক। জানা গেল বাইকের মালিকই নাকি আগুন ধরিয়ে দিয়েছেন তাঁর সাধের বাইকে। কিন্তু কারণটা কী? সেই কৌতুহলেরও নিরশন হল। 

Share this Video

রাজধানীর রাজপথে দাউ দাউ করে জ্বলছে একটি বাইক। জানা গেল বাইকের মালিকই নাকি আগুন ধরিয়ে দিয়েছেন তাঁর সাধের বাইকে। কিন্তু কারণটা কী? সেই কৌতুহলেরও নিরশন হল। নববর্ষে বেপরোয়া ভাবে বাইক চালানোয় যুবকের মোটরবাইকটিকে আটক করেছিল পুলিশ। ট্রাফিক পুলিশ বছর কুড়ির ওই যুবককে গ্রেফতারও করে। ফাইন করা হয় নিয়ম ভেঙে বাইক চালানোর জন্য। আর তাতেই রেগে গিয়ে নিজের সাধের বাইকটিকেই জ্বালিয়ে দিলেন ওই অ্যাংরি ইয়ং ম্যান।

Related Video