বরফে ঢেকেছে হিড়িম্বা মন্দির, মানালিতে পর্যটকদের উল্লাস
হিমাচলের সাজানো শহর মানালি। সেই শহর এখন ঢেকে রয়েছে তুষারের চাদরে। এই মানালি শহর থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে হিড়িম্বা মন্দির। প্যাগোডা আকৃতির চারতলার এই হিড়িম্বা মন্দির আনুমানিক চারশো বছরের পুরনো। মন্দিরে রয়েছে ভিমের স্ত্রী রাক্ষসী হিড়িম্বার পায়ের ছাপ। সেই মন্দিরই এখন ঢেকেছে সাদা বরফের চাদরে।
হিমাচলের সাজানো শহর মানালি। সেই শহর এখন ঢেকে রয়েছে তুষারের চাদরে। এই মানালি শহর থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে হিড়িম্বা মন্দির। প্যাগোডা আকৃতির চারতলার এই হিড়িম্বা মন্দির আনুমানিক চারশো বছরের পুরনো। মন্দিরে রয়েছে ভিমের স্ত্রী রাক্ষসী হিড়িম্বার পায়ের ছাপ। সেই মন্দিরই এখন ঢেকেছে সাদা বরফের চাদরে।
ব্যাপক তুষারপাত চলছে হিমাচলপ্রদেশের মানালিতে। তুষারাপাতের জেরে বিপর্যস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। তবুও শৈলশহরে লেগে রয়েছে পর্যটকদের ভিড়। তুষার ঘেরা উপত্যকায় চুটিয়ে মজা করতে ব্যস্ত সকলে।