রাফাল-এর পর সাবমেরিন, ফের পছন্দের পুঁজিপতিকে 'পাইয়ে' দেওয়ার অভিযোগ মোদীর বিরুদ্ধে
কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আদনী গোষ্ঠী-কে ৪৫,০০০ কোটি টাকার ৭৫-আই সাবমেরিন প্রকল্প 'অনুগ্রহ' দেওয়ার অভিযোগ করেছে। তারা বলেছে সরকার 'ঘনিষ্ঠ পুঁজিবাদীদের' প্রচার করছে।
রাফালের পর ৭৫-আই সাবমেরিন। যুদ্ধবিমানের পর যুদ্ধজাহাজ। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিরক্ষা চুক্তি নিয়ে গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এবং জয়বীর শেরগিল মোদী সরকারের বিরুদ্ধে ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিওর লঙ্ঘন করার অভিযোগ করলেন। তাঁদের দাবি ভারতীয় নৌবাহিনীর 'এমপাওয়ার্ড কমিটি'র সুপারিশছিল সরকারি সংস্থা 'মাজাগন ডকস শিপবিল্ডার্স লিমিটেড' অথবা বেসরকারি 'লারসেন অ্যান্ড ট্যুব্রো' বরাত দেওয়া হোক ৭৫-আই সাবমেরিন প্রকল্পের। কিন্তু কংগ্রেসের অভিযোগ, সেই সুপারিশে কান না দিয়ে ৪৫,০০০ কোটি টাকার এই প্রতিরক্ষা প্রকল্প সরকার আদানি গোষ্ঠীর নতুন সংস্থা আদানি ডিফেন্স জেভি-কে দিতে চলেছে। এই গোষ্ঠীর এর আগে কোনও সাবমেরিন উৎপাদনের পূর্ব-অভিজ্ঞতা নেই, প্রয়োজনীয় ক্রেডিট রেটিং-ও নেই। এভাবে সরকার তাদের 'ঘনিষ্ঠ পুঁজিবাদীদের' পকেট ভরছে। এখনও অবধি, এই অভিযোগের বিষয়ে সরকার বা আদানী গোষ্ঠীর কেউই কোনও প্রতিক্রিয়া দেয়নি।