Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা
কলকাতায় গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরি! ক্যানিং থেকে গ্রেপ্তার ধৃত পরিচারিকা। পুকুরপাড় থেকে পুলিশ উদ্ধার করল চুরি হওয়া গয়না। মেয়ের এমন কাণ্ডে হতবাক স্বয়ং মা! তবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ধৃত তরুণী।
কলকাতায় গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরি! ক্যানিং থেকে গ্রেপ্তার ধৃত পরিচারিকা। পুকুরপাড় থেকে পুলিশ উদ্ধার করল চুরি হওয়া গয়না। মেয়ের এমন কাণ্ডে হতবাক স্বয়ং মা! তবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ধৃত তরুণী। কলকাতার গল্ফগ্রিনে গৃহস্থের বাড়ি থেকে চুরি হয়েছিল গয়না। ওই গৃহস্থের বাড়িতেই পরিচারিকার কাজ করতেন জবা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই ধৃত তরুণীকে আদালতে হাজির করানোর কথা