EPF-এ আরও কমল সুদের হার, চিন্তায় মধ্যবিত্ত
এক ধাক্কায় আরও কমল ইপিএফ-এ সুদের হার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮.৫ শতাংশ থেকে নেমে ৮.১ শতাংশে চলে এল ইন্টারেস্ট রেট। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)এই সুদ কমামোর সিদ্ধান্ত নিয়েছে। 2021-22 অর্থবর্ষের জন্য ভবিষ্য তহবিল আমানতের ওপর কার্যকর হবে এই নতুন সুদের হার।
ইপিএফও-র সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ 2021-22-এর জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (EPF) 8.1% হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিসংখ্যান বলছে, 1977-78 সালের পর এটাই ইপিএফ-এ সবথেকে কম সুদের হার। ওই নির্দিষ্ট সময় ইপিএফ-এ সুদের হার ছিল 8 শতাংশ। গত মার্চে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (CBT) 2020-21-এর জন্য EPF আমানতের উপর 8.5 % সুদের হার নির্ধারণ করেছিল। এবার তারাই কম সুদের হারের সুপারিশ করেছে। ২০২১ সালের অক্টোবরে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সেই সিদ্ধান্তে অনুমোদন দেয় অর্থ মন্ত্রক।